জহিরুল আলমকে আহ্বায়ক করে জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের কমিটি অনুমোদিত
- আপডেট সময় : ০৩:২৬:৫১ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
- / ১৪১
ইসমাইল খান টিটু :
শনিবার ২ মার্চ জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে ও পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু এমপি সুপারিশে জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক ও পার্টির প্রেসিডেন্ট সদস্য জহিরুল আলম রুবেলকে আহ্বায়ক করে ১৫৩ সদস্য বিশিষ্ট জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণ এর নতুন আহবায়ক কমিটি অনুমোদন করেছেন।
যা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। আহবায়ক জহিরুল আলম রুবেল, যুগ্ম-আহ্বায়ক তারেক এ আদেল (মহানগর) এম এ সোবহান (মহানগর), মোহাম্মদ ইব্রাহিম আজাদ (সবুজবাগ),আলহাজ্ব শাহজাহান (ধানমন্ডি), মো. আবুল বাশার বাসু (খিলগাঁও), এম এ কাইয়ুম (সবুজবাগ), আবুল কালাম আজাদ (সুত্রাপুর), শেখ নেয়ামত উল্লাহ ননু (শাহজাহানপুর), মো. জুবের আলম খান রবিন (মতিঝিল), হাজী মোহাম্মদ মাসুম চৌধুরী (চকবাজার), মো. মাহবুবুর রহমান খসরু (মহানগর), হুমায়ুন কবির মজুমদার ( পল্টন), মোহাম্মদ আক্তার হোসেন দেওয়ান (যাত্রাবাড়ী)।
সম্মানিত সদস্য হলেন, আলহাজ্ব সাহিদুর রহমান টেপা,মীর আবদুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট রেজাউল করিম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, জহিরুল ইসলাম জহির, মো. আরিফুর রহমান খান, আমির উদ্দিন আহমেদ ডাবু, গোলাম মোঃ রাজু, মোহাম্মদ বেলাল হোসেন, মাহমুদ আলম, মীর শামসুল আলম লিপটন।
সদস্য: হাজী মোহাম্মদ ফারুক, আকবর আলী চৌধুরী, হাজী মোহাম্মদ সাদেক আলী সাব্বির, এম এ সাঈদ সহ ১৫৩ সদস্য আহ্বায়ক কমিটি। প্রেরক, মাহমুদ আলম যুগ্ম-দপ্তর সম্পাদক জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি।