গাঙচিলের চিতলমারি উপজেলা শাখার মতবিনিময় ও সাহিত্য আড্ডা
- আপডেট সময় : ০৫:০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
- / ১৩৬
এনায়েত করিম রাজিব, বাগেরহাট :
বাগেরহাটে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের চিতলমারী উপজেলা শাখার নবগঠিত কমিটির সাথে মতবিনিময়, পরিচিতি সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি বিকালে বাগেরহাট জেলার গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আওতায় চিতালমারি উপজেলা শাখার নবগঠিত কমিটির সাথে মত বিনিময়, পরিচিতি সভা ও সাহিত্য আড্ডায় সভাপতিত্ব করেন জেলা গাঙচিলের সভাপতি সৈয়দ শওকত হোসেন।
গাঙচিল বাগেরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নার্গিস আক্তার লুনার সঞ্চালনায় গাঙচিল চিতলমারী উপজেলা শাখার কার্যালয় অনুষ্ঠিত মত বিনিময় ও সাহিত্য আড্ডায় অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন গাঙচিলের বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দা তৈফুন নাহার, সহ-সভাপতি রেখা আলী, কোষাধ্যক্ষ ওমর আলী, গাঙচিল বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি শেখ ইকবাল হোসেন লাভলু, সাধারণ সম্পাদক তরুণ কুণ্ড, চিতলমারি উপজেলা গাঙচিলের নবগঠিত কমিটির সভাপতি নাট্য ব্যক্তিত্ব মো. বাদশা গাজী, সাধারণ সম্পাদক প্রভাষক সুচিত্রা রানী বিশ্বাস প্রমূখ।
মতবিনিময় ও পরিচিতি সভা শেষে জেলা ও উপজেলা সদস্যদের নিয়ে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাহিত্য আড্ডা দিয়ে অনুষ্ঠান শেষ হয়।