ঝিকরগাছায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ
- আপডেট সময় : ০৬:০৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
- / ৫৮৭
আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুলের কেন্দ্রীয় শহীদ মিনারে অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন, উপজেলা প্রশাসন, ঝিকরগাছা পৌরসভা, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিস, ঝিকরগাছা সরকারি বহুমুখি মডেল হাইস্কুল, ঝিকরগাছা বদরুদ্দিন মুসলিম হাই স্কুল, ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা স্বেচ্ছাসেবকলীগসহ অন্যান্য সংগঠন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধায় ভাষা আন্দোলনে শহীদদের স্মরণের বুধবার রাত ১২টা ১মিনিটের সময়, মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ মো. তৌহিদুজ্জামান তুহিন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদ, থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিসের ডিজিএম টিএম মেসবাহ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, ঝিকরগাছা সরকারি বহুমুখি (এমএল) মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, ঝিকরগাছা বদরুদ্দিন মুসলিম হাই স্কুলের প্রধান শিক্ষক আবদুস সামাদ, সহকারী প্রধান শিক্ষক নাজমুল আলম, ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাছান উদ্দিন, সিনিয়র শিক্ষক জামাল উদ্দিন, উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, পৌর যুবলীগের আহ্বায়ক ও কাউন্সিলর একরামুল হক খোকন, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফারুক হোসেন, যুগ্ম-আহ্বায়ক ও কাউন্সিলর সাজ্জাতুল জামান রনি, আশিকুল ইসলাম, ইকরামুল করিম সৈকত সহ আরো অনেকে।