কয়রায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- আপডেট সময় : ০৯:৫৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
- / ১০৯
মোক্তার হোসেন :
মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখার জন্য ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরন করে খুলনার কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। কয়রা উপজেলা প্রশাসন এ উপলক্ষে জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন কর্মসূচি পালন করে।
মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি সন্ধায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ও শহীদ মিনারে মােমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ভাষা সৈনিকদের স্মরণ করা হয়।
সন্ধ্যায় মােমবাতি প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক উজজামান।
রাত ১২ টা ১ মিনিটে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ ও শহীদদের আত্মার মাগফিরাত কামনার মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসুচীর শুভ সুচনা হয়। সকাল ৮ টার প্রভাত ফেরী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক উজ জামান এর সভাপতিত্বে এতে বক্তৃতা করেন থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, থানা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মােহসিন রেজা, ভাইস চেয়ারম্যান এড, কমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রি, উপজেলা প্রকৌশলী দারুল হুদা, যুব উন্নয়ন অফিসার জিএম রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মামুনার রশিদ প্রমুখ। এছাড়াও বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ।