চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু
- আপডেট সময় : ০৫:৪৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ১১৯
মাহমুদ হাসান রনি :
চুয়াডাঙ্গার দামুড়হুদার তালসারী গ্রাম মোড়ে পিকনিকের দ্রুতগতির বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় নড়াইল জেলা থেকে মেহেরপুর জেলার মুজিবনগরের উদ্দেশ্যে যাওয়ার পথে দামুড়হুদার তালসারী নামক স্থানে
একটি মটরসাইকেল কে ধাক্কা দিলে মটরসাইকেল চালক একই এলাকার চন্দ্রবাস গ্রামের তৈয়ব আলীর ছেলে মফিজ উদ্দিন মাটিতে লুটিয়ে পড়ে।এলাকাবাসি তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেবার পর তার মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, মফিজ উদ্দিন সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে তালসারী গ্রামে ফসলের মাঠে যাচ্ছিলেন। ঘটনার সময় তালসারী মোড়ে পৌঁছুলে দ্রুত গতির একটি পিকনিকের বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।