ঝিকরগাছায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে ৬৩ শিক্ষার্থী অনুপস্থিত
- আপডেট সময় : ০৭:১৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৫২
আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছায় অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রথম দিনে ৬৩ শিক্ষার্থী অনুপস্থিত। যার মধ্যে ছাত্রীর সংখ্যা ৪৬জন। তবে ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের উপজেলার ভোকেশনাল পরীক্ষার কেন্দ্রে কোন শিক্ষার্থীই অনুপস্থিত পাওয়া যায়নি।
তথ্য অনুসন্ধানে জানা যায়, উপজেলার ৫২টি হাই স্কুল, ৩২টি মাদ্রাসা ও ৪টি ভোকেশনালের সর্বমোট ৩হাজার ১শত ২১ জন (হাই স্কুল ২হাজার ৩শত ৭৪জন, মাদ্রসা ৬শত ১৬জন ও ভোকেশনাল ১শত ৩১জন) শিক্ষার্থীদের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) প্রথম দিনে পরীক্ষায় অংশ নেয় ৩হাজার ৫৮জন শিক্ষার্থী (হাই স্কুল ২হাজার ৩শত ৩৮জন, মাদ্রসা ৫শত ৮৯জন ও ভোকেশনাল ১শত ৩১জন) এবং অবশিষ্ট ৬৩জন (হাই স্কুল ৩৬জন, মাদ্রসা ২৪শত ৮৯জন) শিক্ষার্থী অনুপস্থিত থাকতে দেখা গেছে। উপজেলা মধ্যে ৭টা কেন্দ্রের মধ্যে পৌর সদরের ভোকেশনালসহ ৩টা কেন্দ্র ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুল, ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা। এবারের ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে সর্ব নিম্ন ২জন পরীক্ষার্থী অনুপস্থিত হয়েছে।
ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুল কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি ও ভোকেশনাল পরিক্ষার প্রশ্নপত্র সরবরাহ করেন, উপজেলা নির্বাহী অফিসার, বিজ্ঞ নির্বাহী ম্যাজিট্রেট, এসএসসি পাবলিক পরিক্ষা ও ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুলের সভাপতি বিতান কুমার মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার মো. ছালাউদ্দিন, একাডেমিক সুপারভাইজার ও এসএসসি পাবলিক পরিক্ষার ট্যাগ অফিসার মো. কামরুজ্জামান, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. মোস্তাফিজুর রহমান আজাদ, স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও হল সুপর এএফএম সাজ্জাদুল আলমসহ আরও অনেকে।