ত্রিশালে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন এমপির সহধর্মিণী শামীমা
- আপডেট সময় : ১০:৪৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
- / ১২৯
ষ্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের ত্রিশালে পৌরসভার উপনির্বাচনে নির্বাচনের মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক তিনবারের নির্বাচিত জনপ্রিয় মেয়র, ময়মনসিংহ-৭ত্রিশাল আসনের জাতীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান এমপি এর সহধর্মিণী বিশিষ্ট সমাজ সেবিকা শামীমা আক্তার।
রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ত্রিশাল উপজেলা পরিষদের রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসানের নিকট থেকে শামীমা আক্তারের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহিদা ইয়াসমিন, মাজহারুল ইসলাম সুমন, উপজেলা যুবলীগ নেতা তরিকুল হাসান আমির প্রমুখ।
এদিকে নির্বাচনকে ঘিরে ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী না থাকলেও নির্বাচন নিয়ে উৎসাহের কমতি নেই সাধারণ মানুষের মাঝে। নির্বাচনের আগে হোটেল রেস্তরাঁয় মহল্লার মোড়ের আড্ডায় চায়ের কাপে ঝড় উঠেছে নির্বাচনী আলোচনা নিয়ে। সম্ভাব্য প্রার্থীদের কুশল বিনিময় সালাম কদমবুসি আর দোয়া নিতে দেখা যাচ্ছে সর্বদায়। বর্তমানে উৎসবমুখর নির্বাচনী চিত্র দেখা যাচ্ছে। নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মাঝে আমেজ ফুটে উঠছে।
পৌরবাসীর ভাষ্যমতে জাতীয় সংসদ সদস্য ও তার স্ত্রী শামীমা মিলেমিশে কাজ করলে পৌরসভায় অনেক উন্নয়ন হবে,তাই উন্নয়নের স্বার্থে তারা উপনির্বাচনে শামীমা আক্তারকেই ভোট দিয়ে বিজয়ী করবেন। উল্লেখ্য, আগামী ৯ মার্চ ত্রিশাল পৌরসভার উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।