জীবনটাকে গঠন করার দায়ীত্ব তোমাকেই নিতে হবে : জাকির হোসেন
- আপডেট সময় : ১০:২৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
- / ৯৮
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য মোহাম্মদ জাকির হোসেন বলেছেন, জীবনটাকে হেলায় নষ্ট করোনা। জীবনটাকে গঠন করার দায়ীত্ব তোমাকেই নিতে হবে। কারন জীবনটা তোমার, সুতরাং বিপথে পা বাড়ীয়ে কখনো নিজেকে খারাপ পথে নিও না।
রবিবার (১১ ফেব্রুয়ারী) বিকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন শিক্ষা আমাদের জীবনে প্রয়োজন কিন্তু কোনটা, সেটা হচ্ছে সু-শিক্ষা, সাধারণ শিক্ষা আমরা নিতে চাই না। আমরা যে শিক্ষা গ্রহন করব সু-শিক্ষাটা গ্রহন করব। যে শিক্ষায় আদর্শ থাকবে, যে শিক্ষায় ন্যায়নিতি থাকবে, যে শিক্ষার মধ্যে গুরুজণদের সম্মান থাকবে। তাই সু-শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ হও।
জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের কো-অপ্ট সদস্য বীম মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন, জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম প্রধান, খায়রুল আলম, মোবারক হোসেন, মনির হোসেন, সাইফুল ইসলাম ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ফাতেমা খান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হক।