ত্রিশালে ফাতেমা নগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:২৩:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪২২
আরিফ রববানী :
ব্যাপক উৎসাহ,উদ্দীপনামুখর পরিবেশে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ফাতেমা নগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (১১ফেব্রুয়ারী) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে খেলার উদ্ভোধন করেন
১৫২ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য, শিল্প মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ।
বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় আয়োজিত ক্রীড়া প্রতিযোগীতায় ৬ষ্ঠ থেকে দশম শ্রেনী পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহন করে। দৌড়,লাপ,উচ্চ লাপ,মোরকের যুদ্ধসহ বিভিন্ন প্রকার খেলার সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক একক অভিনয় ক গ্রুপ এবং খ গ্রুপ ভাগ করে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা পর্ব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান এমপি।
এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলাসহ সকল বিষয়ে মেধাবিকাশের মাধ্যমে আগামী দিনে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে বর্তমান প্রজন্মদেরই ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে।
ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য প্রবীণ রাজনীতিবিধ ফজলে রাব্বি।
প্রধান অতিথি আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান এমপি তার বক্তব্যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষ দিয়ে বর্তমান প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সকলকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
বিদ্যালয় ম্যনেজিং কমিটির সভাপতি ডাঃ মো. আসলাম উদ্দীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগীতানুষ্ঠানে অতিথিদের সম্মানে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন-বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল ফেরদৌস।
সহকারী শিক্ষক আশরাফ আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ওমর ফারুক, সহকারী শিক্ষক জাকিরুল জুলহাস এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতানুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কাঁঠাল ইউপি চেয়ারম্যান নূরে আলম ছিদ্দিকী, নও হেলাল ক্লাবের প্রধান উপদেষ্টা রতন সরকার,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তরফদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন,সহ সভাপতি শরীফ খান, যুগ্ম-সাধারন সম্পাদক কামরুল হাসান নয়ন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান হেলাল দেওয়ান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ সুরুজ, ছাত্রলীগ সভাপতি রবিন তরফদার, ফাতেমা নগর উচ্চ বিদ্যালয়ের পিটিএ সভাপতি, এম এ করিম, ডাঃ রুহুল আমিন, কালির বাজার বণিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক হারুন অর রশিদ, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মতিন, মাহবুবুল আলম এলতাজ, নুরুল ইসলাম ঢালী, মাধবী রাণী সরকার, ফয়জুল কবীর, জাহিদুল হাসান লিটু সহ স্থানীয় গন্যমান্য, রাজনৈতিক নেতাকর্মী ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।