আলমডাঙ্গায় স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিকের নিবন্ধন না থাকায় অভিযানে বন্ধ
- আপডেট সময় : ১০:০০:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
- / ৯৮
মাহমুদ হাসান রনি :
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ডক্টরস্ কেয়ার এন্ড স্পেলাইজড হাসপাতালের নিবন্ধন না থাকায় জেলা স্বাস্থ্য বিভাগ বন্ধ ঘোষণা করেছে। এছাড়া পরিচালনার নিবন্ধন না থাকায় ক্লিনিক ও অপারেশন থিয়েটার বন্ধ ঘোষণা করে। ডায়গনস্টিক কার্যক্রমের অনুমতি থাকায় তা চালু রয়েছে।
শনিবার দুপুর ১টায় চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আওলিয়ার রহমান ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করেন। উল্লেখ্য আলমডাঙ্গা উপজেলা শহরের ডক্টরস্ কেয়ার এন্ড স্পেলাইজড হাসপাতালটি পরিচালনা করতেন আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দীন আহমেদ। স্বাস্থ্য কর্মকর্তা নিজেই অবৈধভাবে বেসরকারি ক্লিনিকটি কার্যক্রম পরিচালনার অভিযোগ আসে। ফলে সেখানে স্বাস্থ্য বিভাগ অভিযান চালায়। অভিযান শেষে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আওলিয়ার রহমান বলেন, প্রতিষ্ঠানটিতে ডায়গনস্টিক সেন্টারের অনুমোদন আছে। কিন্তু ক্লিনিক বা অপারেশন থিয়াটারের নিবন্ধন ছিল না। অভিযানে সত্যতা মেলায় ক্লিনিক ও অপারেশন থিয়েটার বিভাগ বন্ধ করা হয়েছে। তবে নিবন্ধন পেলে তা চালু করতে পারবে। পরে ওই ক্লিনিকের চিকিৎসাধীন রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তরের নির্দেশনা দেওয়া হয়।