সোনারগাঁয়ে বাছেদ আলী প্রধান মডেল স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
- আপডেট সময় : ০৮:৪১:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
- / ১১৬
সোনারগাঁও প্রতিনিধি :
সোনারগাঁওয়ের বাছেদ আলী প্রধান মডেল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারী) সকালে সোনারগাঁওয়ের সাদীপুর ইউনিয়নের বাইশটেকি গ্রামের বাছেদ আলী প্রধান মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ আলতাফ হোসেনের পরিচালনায় বিশিষ্ট সমাজ সেবক মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাঁরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই মাস্টার, বিশিষ্ট সমাজ সেবক মো. কামাল পাশা, বাংলাদেশ প্রতিদিন এর সাংবাদিক এম এ শাহীন, বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সালাম ভূইয়া, বিশিষ্ট সমাজ সেবক মিজানুর রহমান সুজন, আমানউল্লাহ, প্রধান শিক্ষক মাহবুব আলম, শিক্ষক গোলাম কিবরিয়া, সাবেক প্রধান শিক্ষক মোঃ আল আমিনসহ অন্যান্য শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।