ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-চাটখিল থানা সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:২৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ১০৬
মোজাম্মেল হক :
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর চাটখিল থানা শাখার সম্মেলন শুক্রবার (০৯ ফেব্রুিয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-চাটখিল থানা শাখার সভাপতি এইচ.এম সাইফ উদ্দিন গাজীর সভাপতিত্বে স্থানীয় এক চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর নোয়াখালী জেলা (উত্তর) শাখা সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন।
সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর নোয়াখালী জেলা (উত্তর) শাখা সাবেক সভাপতি এইচ.এম মাহমুদুর রহমান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এতে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-চাটখিল শাখা সভাপতি মাওলানা খুরশিদ আলম ত্বালহা, জাতীয় ওলামা মাশায়েখ আইম্ম পরিষদ-চাটখিল থানা শাখা সভাপতি মাওলানা হুমায়ন কবির, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-চাটখিল শাখা সভাপতি মাওলানা আবদুল কাদের, বাংলাদেশ মুজাহিদ কমিটি-চাটখিল শাখা সদর মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-চাটখিল শাখার সাবেক সভাপতি এইচ.এম রেজাউল করিম সহ সাবেক নেতৃবৃন্দ ও চাটখিল উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।
সম্মেলন শেষে ২০২৪ সেশনের চাটখিল থানা কমিটি ঘোষণা করা হয়। এতে মুহাম্মদ আশেক এলাহী সভাপতি ও মুহাম্মদ সাজ্জাদুর রহমান সাধারন সম্পাদক নির্বাচিত হন।