কেরু উচ্চ বিদ্যালয়ে পাঁচ শিক্ষকের বিদায় অনুষ্ঠান
- আপডেট সময় : ০২:৫০:১৫ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৪৬
মাহমুদ হাসান রনি :
দর্শনাস্থ কেরু উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৫ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় কেরু উচ্চ বিদ্যালয়ের মাঠে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আঃ রহিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেরু এ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ, সেক্রেটারি মো ফিরোজ আহম্মেদ সবুজ।
প্রধান অতিথি মোশারফ হোসেন তার বক্তব্যে বলেন, শিক্ষা প্রতিষ্টানে শিক্ষকরাই প্রাণ। তারা মেধা দিয়ে গড়ে তোলেন শিক্ষার্থীদের। পরবর্তী তারা নেমে পড়ে দেশ সেবায়।সকলকেই একদিন নিজ নিজ স্থান ছেড়ে দিয়ে অন্যকে জায়গা করে দিতে হবে। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করি।
উল্লেখ কেরু উচ্চ বিদ্যালয়ের ৫ জন শিক্ষক অবসর গ্রহন করলে তাদেরকে বিদায় দেয়া হয়।
অবসরপ্রাপ্ত শিক্ষকরা হলেন, মো. ইকবাল রেজা, মো. আশরাফ হোসেন, মাওঃ নুরুল ইসলাম মো. মঈনুদ্দিন, মোসা. বিলকিছ খানম, মোসা. লতিফা বেগম।