পাইকগাছায় কুখ্যাত মাদক কারবারি আটক-১
- আপডেট সময় : ০৯:৩৭:৪০ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
- / ১৩৩
খুলনার পাইকগাছা থানা পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ীকে ১০০’পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, আজ বিকাল ৩ টার দিকে ওসি ওবাইদুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় পুলিশের একটা টিম পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে কুখ্যাত মাদক কারবারিকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে।
আটক ব্যক্তি হলেন, রুপসার রাজাপুর গ্রামের মৃত সামছুর রহমান খানের ছেলে মোঃ হারুন অর রশীদ ওরফে ইয়াবা খোকন (৬০)। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে, মামলা নং-১১।
উপরে উল্লেখিত বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তি একজন ট্রেডমার্ক মাদক কারবারি। ২০১৮ সালের মাদকের মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত। বর্তমানে জামিনে বাহিরে থাকা অবস্থায় আবারো মাদক কারবারির সাথে নিজেকে বহাল তবিয়তে সম্পৃক্ত রেখেছে। তাহার নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।„