রাজধানীর বিভিন্ন জায়গায় বিএনপির কালো পতাকার মিছিল
- আপডেট সময় : ০৯:৪৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
- / ১০৯
রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় কালো পতাকা নিয়ে মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার, ৩০ জানুয়ারি বিকেল সাড়ে তিনটার দিকে মিরপুর এলাকায় দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের নেতৃত্বে মিছিলে ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
দয়াগঞ্জে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়। এতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনসহ বিএনপিও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
বিকেল পাঁচটায় কাকরাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্বাস্থ্য সম্পাদক মো. রফিকূল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তারেক উজ জামান, হুমায়ুন কবির, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন।
এদিকে মতিঝিল এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় নেতাকর্মীদের নিয়ে জড়ো হলে পুলিশ তাদের বাধা দেয় পরে সেখান থেকে পুলিশি হয়রানি এড়াতে কর্মসূচি পালন থেকে বিরত থাকেন তিনি। উত্তরা এলাকায় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান নেতাকর্মীদের নিয়ে জড়ো হলে সেখান থেকে পুলিশ তাকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যায় পরে তাকে ছেড়ে দেওয়া হয়।