সিদ্ধিরগঞ্জে খাজা মঈন উদ্দিন চিশতী (রাঃ) বাৎসরিক ওরশ মোবারক উপলক্ষে মিলাদ ও দোয়া
- আপডেট সময় : ০৫:০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
- / ১০৬
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে হযরত খাজা মঈন উদ্দিন চিশতী (রাঃ) ৪৯ তম বাৎসরিক ওরশ মোবারক উপলক্ষে মিলাদ, দোয়া ও তবারক বিতরন করা হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারী) দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়াস্থ ফজর আলী চেয়ারম্যান বাড়ীতে জালকুড়ি ওরশ উদযাপন কমিটির আয়োজনে এ মিলাদ, দোয়া ও তবারক বিতরন করা হয়।
এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জালকুড়ি ওরশ উদাপন কমিটির উপদেষ্ঠা রেজাউল করিম কুদরত ফকির, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ বদিউজ্জামান বদু, উকিল উদ্দিন টুক্কু, আহ্বায়ক মোহাম্মদ শাহজালাল, যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন, সদস্য আব্দুল মালেক, আমজাদ হোসেন, ওয়াজ করনি, নাছির উদ্দিন লেছু, শাইজউদ্দিন সাজু (বাবুর্চি), নজরুল ইসলাম (বাবুর্চি) আলাউদ্দিন, মিয়াজ উদ্দিন, জাহাঙ্গীর হোসেন প্রধান ও আলী আহম্মেদসহ কমিটির অন্যান্য সদস্যরা।