কালিশুরী আশ্রয়ন প্রকল্পে কম্বল বিতরণ করেন
- আপডেট সময় : ০৯:০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
- / ৮৭
মোঃ রানা সন্যামত, বরিশাল:
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গরিব ও দুস্থ শীতার্তদের মাঝে গিয়ে। বাউফলের কালিশুরী বাজারের মুজিব শতবর্ষের আশ্রয়ন প্রকল্পের অসহায় হতদরিদ্র বৃদ্ধ ও ভূমিহীনদের মাঝে কম্বল বিতরণ করেন পটুয়াখালী জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার সময় বাউফলের কালিশুরী বাজারে আশ্রয়ন প্রকল্পের মাঠে বসে আনুষ্ঠানিক ভাবে কম্বল বিতরণ উদ্বোধন করে ১১০ পিছ কম্বল প্রকল্পের প্রতিটি গ্রহণে এগিয়ে টোকেনের মাধ্যমে কম্বল দিয়ে আসেন জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী, উপজেলা ভূমি সহকারী কমিশনার প্রতীক কুমার কুন্ড, কালিশুরী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দেলোয়ার হোসেন, কালিশুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেছার উদ্দিন জামাল শিকদার, ইউপি সদস্য সাইফুল মুন্সী ইউপি সদস্য নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।