লামায় সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নদেরকে গণসংবর্ধনা
- আপডেট সময় : ১১:০০:১৭ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
- / ৬৮
বান্দরবান সংবাদদাতা:
বান্দরবানের লামায় উপজেলা ও পৌরসভার আয়োজনে ‘শ্রীলংকার কলম্বোতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ স্বর্ণ, রৌপ্য ও তাম্র পদক অর্জন করায় ছাদখোলা বাসে গণসংবর্ধনা অনুষ্টিত হয়। রবিবার (৪ডিসেম্বর) এই গণসংবর্ধনা অনুষ্টিত হয়। বাংলাদেশের হয়ে ৪১ সদস্যের একটি টিমে বান্দরবানের ১১ জন কারাতে ক্রিড়াবিদ অংশ্রগ্রহণ করে স্বর্ণ বালক (থিংক্য উয়ে) স্বর্ণ বালিকা (রুইতুম ম্রো) সহ ১১ জন ক্রিড়াবিদ বিজয়ী হন।গণসংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুস্তফা জামাল,মুস্তফা জাবেদা কায়সার, ইউএনও লামা। পৌর মেয়র জহিরুল ইসলাম,লামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু বাথোয়াইছিং মার্মা,লামা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদিপ কান্তি দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ হাজারো মানুষ। আরো উপস্থিত ছিলেন, ফাইতং ইউপি চেয়ারম্যান ওমর ফারুক।বাংলাদেশ কারাতে ফেডারেশন সূত্রে জানা যায়, ৪১ জন খেলোয়াড়, রেফারী ও কর্মকর্তাদের একটি দল শ্রীলংকার উদ্দ্যেশে যাত্রা করেছিলো গত ২৫শে নভেম্বর। এরমধ্যে সিনিয়র ও জুনিয়র মিলে ১১ জন কারাতে খেলোয়াড় ছিলেন বান্দরবান জেলার। এই ১১জন কারাতে ক্রিড়াবীদকে শ্রীলংকা যাওয়ার স্পন্সার ছিলেন বান্দরবান জেলা ক্রিড়া সংস্থা ও পার্বত্য জেলা পরিষদ।লামার স্বর্ণকন্যা জাতীয় কোচ জউপ্রু মার্মা বলেন, সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশীপ-২০২২ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে স্বর্ণ (বালক) অর্জন করে নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী থিং ক্য উয়ে এবং স্বর্ণ (বালিকা) অর্জন করে নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী রুইতুম ম্রো। রৌপ্য (বালিকা) অর্জন করে নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী চাই ন্যু উয়ে ও ন্যু মে মার্মা। বিভিন্ন ক্যাটাগরিতে আরো ৯টি তাম্র পদক অর্জন করে নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী সিংক্যউ, রুইতুম, ছাইনুয়ই, তুম্পং, রেংহিন, দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী প্রুওয়াংচ। লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল বলেন, আমরা লামাবাসি গর্বিত, আমাদের স্বর্ণকন্যা জাতীয় কোচ জউপ্রু মার্মা ও কৃতি খেলোয়াড়দের জন্য। তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এই অর্জন লাল সবুজ পতাকার এবং এই অর্জন সারা বাংলাদেশের।