সামাদ আজাদের জন্ম-মৃত্যুদিন দলীয়ভাবে পালন হয়না, মেয়রের দুঃখ প্রকাশ
- আপডেট সময় : ০৯:৫৯:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
- / ১৪০
সুনামগঞ্জ প্রতিনিধি:
প্রয়াত জাতীয় নেতা, ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুস সামাদ আজাদের ১০২ তম জন্মবার্ষিকী আজ। তবে জাতীয় এ নেতার জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকীতে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ দলীয়ভাবে পালন না করায় দুঃখ প্রকাশ করেছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
সোমবার সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আয়োজনে জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের জন্মবার্ষিকী পালনে দোয়া ও মিলাদ মাহফিল এবং কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দুঃখ প্রকাশ করেন।
এ সময় সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, আজকে বাংলাদেশ অন্যতম জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের জন্মদিন যেমন সুখের তেমনি কষ্টেরও। আমরা জাতীয় চারনেতাকে আমরা বিভিন্ন অনুষ্ঠানে উল্লেখ করি খুব ভালো করে, জাতীয় চার নেতার পরে একজন পাঁচ নাম্বার নেতা আব্দুস সামাদ আজাদ, এটি যে আমাদের সুনামগঞ্জের জন্য কতটা গর্বের বিষয় ছিলো এবং এখনো আছে যারা অনুধাবন করেন বিধায় আজকে অনেকজন এসেছেন, তবে কষ্টের জায়গা আওয়ামী লীগের সৃষ্টিলগ্ন থেকে আওয়ামী লীগকে সুনামগঞ্জে নিয়ে পর্যন্ত যাদের অবদান উল্লেখযোগ্য তাদের মধ্যে শ্রেষ্ঠ অবদানকারি ছিলেন আব্দুস সামাদ আজাদ, উনার কোন জন্মবাষির্কী বা মৃত্যুবার্ষিকী দলীয় পরিসরে করার মতো বড় মনের পরিচয়টা আমরা দিতে পারি নাই, আমরা আমাদের সংকীর্ণতার আড়ালে জড়িয়ে আছি সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দলীয়ভাবে জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের জন্ম-মৃত্যুবার্ষিকী পালন করতে হবে, তা না হলে যে প্রজন্ম রাজনীতিতে আসছে তারা জাতীয় নেতার নিঃস্বার্থ ইতিহাস সম্পর্কে জানতে পারবে।
সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদের পরিচালনায় ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার হাজী নুরুল মোমেনের সভাপতিত্বে আলোচনা সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পিপি খায়রুল কবির রুমেন, আওয়ামী লীগের সিনিয়র নেতা সিরাজুল ইসলাম সিরাজ, হায়দার চৌধুরী লিটন. বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান প্রমুখ।