পশ্চিম ফতেপুর শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কমিটি গঠন সভাপতি শান্ত ও সম্পাদক নোবেল মাহমুদ
- আপডেট সময় : ০৮:৪১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
- / ৭০
মতলব উত্তর ব্যুরো:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা শাখার ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হলেন মো. শান্ত প্রধান ও সাধারণ সম্পাদক মো. নোবেল মাহমুদ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাষ্ট কর্তৃক অনুমোদিত সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন মতলব উত্তর উপজেলা শাখায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার এক সিদ্ধান্ত মোতাবেক, মেয়াদ উর্ত্তীন হওয়ায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয় এবং সাংগঠনিক গতিশীলতা ও নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আংশিক কমিটি ঘোষণা করা হয়। এবং আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয় এই কমিটিকে।
১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি শিবলী এমরান জুয়েল সরকার ও সাধারণ সম্পাদক মিজান সরকার। ৮ জানুয়ারি এই কমিটি ঘোষনা করা হয়।