ঝিকরগাছায় নতুন কুঁড়ি কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
- আপডেট সময় : ০৭:৪২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪
- / ৮০
আফজাল হোসেন চাঁদ:
যশোরের ঝিকরগাছায় ইংরেজি নববর্ষের ধারাবাহিকতায় রেখে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করেছেন শহীদ আবুবকর স্মৃতি পাঠাগার কর্তৃক পরিচালিত ঐতিহ্যবাহী শিশু শিক্ষাপ্রতিষ্ঠান নতুন কুঁড়ি কিন্ডার গার্ডেন।
পৌরসদরের নতুন কুঁড়ি কিন্ডার গার্ডেন’র অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, প্রতিষ্ঠানের সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল।
এ সময় উপস্থিত ছিলেন, নতুন কুঁড়ি কিন্ডার গার্ডেন’র সহ সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুল কাদের আজাদ, প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য সুমন মাহমুদ, বকতিয়ার উদ্দিন, জুলফিকার আলী ভুট্টো, আশিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর শরিফুল ইসলাম সহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।