ডাক্তার না হয়েও ডাক্তার নিউ লাইফ হারবাল মেডিকেলের হৃদয়ের প্রতারণা
- আপডেট সময় : ০১:৫৪:২২ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
- / ৬৭
সোহেল রানা, রাজশাহী:
রাজশাহীতে ডাক্তার সেজে একাধিক স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান পরিচালনা করছেন হৃদয় ইসলাম (৩৮) নামের এক প্রতারক। এমন অভিযোগের ভিত্তিতে মোহনপুর উপজেলার কেশরহাট মাছ বাজার সংলগ্ন ”নিউ লাইফ হারবাল মেডিকেলে”গিয়ে দেখা যায়, সেখানে কোন হাকিম বা চিকিৎসক নাই। দুই জন কর্মচারী আছে তারাই রোগীর চিকিৎসা করছে। তাদেরকে চিকিৎসার বিষয়ে প্রশ্ন করা হলে তারা বলেন, আমরা দুজনেই কর্মচারী, মোবাইল ফোনে কথা বলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে থাকি। ডাক্তার কে, প্রশ্ন করলে তারা প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড দেয়, ভিজিটিং কার্ডে লেখা আছে “নিউ লাইফ হারবাল মেডিকেল” ডা: (হাকিম) মোঃ হৃদয় ইসলাম। ডি.ইউ.এম.এস (ঢাকা)। এ বিষয়ে জানতে মোঃ হৃদয় ইসলামকে মুঠোফোনে ফোন দেয়া হলে তিনি বলেন, নামের আগে ডাক্তার শব্দ ব্যবহার করলে মানুষ আমাকে ডাক্তার হিসেবে চিনবে, প্রচারের জন্যই ডাক্তার শব্দটা ব্যবহার করেছি। আপনি কোথায় থেকে ডাক্তারি পাস করেছেন এবং স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র আছে ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনার সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য না। তাছাড়া আপনি আমার কাগজপত্র দেখার কে, আমার অনেক সাংবাদিক পরিচিত আছে বলে ফোন কেটে দেয় প্রতারক হৃদয়। কিন্তু হাইকোর্টের নির্দেশ আছে সাংবাদিক তথ্য চাইলে যে কোন প্রতিষ্ঠান তথ্য দিতে বাধ্য। এক্ষেত্রে হৃদয় হাইকোর্টের আদেশ অমান্য করছে। এরপর শুরু হয় অনুসন্ধান। অনুসন্ধানে জানা যায়, রাজশাহীর বিভিন্ন অঞ্চলে একাধিক স্বাস্থ্যসেবামূলক ভুয়া প্রতিষ্ঠান পরিচালনা করছেন প্রতারক হৃদয় ইসলাম। ডাক্তার না হয়েও ডাক্তার পরিচয় দিয়ে জনগণ ও সরকারের সাথে প্রতারণা করে আসছে প্রায় ১২ বছর। হাইকোর্টের আদেশ অনুযায়ী ন্যূনতম এম, বি, বি, এস পাস করতে হবে, তাহলে নিজেকে ডাক্তার বলে পরিচয় দেওয়া যাবে। তিনি নগরীর ঘোষপাড়া মোড়ে “ইবনে সিনা লাইফ কেয়ার মেডিকো”নামে একটি স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনা করছে। এবং বানেশ্বর বাজার পূবালী ব্যাংক সংলগ্ন “নিউ লাইফ হারবাল মেডিকেল” নামে আরেকটি স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান পরিচালনা করছেন সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে। এই তিনটি স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠানের বৈধতার বিষয়ে হৃদয় ইসলামকে আবারো মুঠো ফোনে ফোন দেয়া হলে তিনি বলেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য না।
এ বিষয়ে জানতে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক মোঃ হাসান আল মারুফ বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, আইন অবমাননা কারিকে অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এ ধরনের প্রতারককে আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আইনের ধারা অনুযায়ী সাজা নিশ্চিত করব।
এ বিষয়ে সিভিল সার্জন রাজশাহী বিভাগ, ডা: আবু সাঈদ মোহাম্মদ ফারুক কাছে জানতে চাইলে তিনি বলেন, নিউ লাইফ হারবাল মেডিকেলের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এছাড়াও রাজশাহীতে এ ধরনের ভুয়া ডাক্তার ও ভুয়া ডাক্তারের চেম্বারের তালিকা করেন। তালিকা করে আমাকে দেন। আমি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব বলেও জানান ওই কর্মকর্তা।