ঝিকরগাছায় জাতীয় সমাজসেবা দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:২৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
- / ৭০
আফজাল হোসেন চাঁদ:
সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় জাতীয় সমাজসেবা দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলা পরিষদের মধ্য থেকে একটি জমকালো র্যালী বের হয়ে উপজেলার মোড় প্রদক্ষিণ করে আবারও উপজেলা পরিষদের মধ্যে এসে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোজবাহ উদ্দীন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আলহাজ্ব আরব আলী, উপজেলা সরকারি শিশু পরিবার উপ-তত্ত্বাবধায়ক মোঃ আব্দুল কাদের, উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী সমাজসেবা অফিসার মোঃ সিরাজুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বাবুল আক্তার, ইউনিয়ন সমাজকর্মী আয়ুব হোসেন, এসএমএ রশীদ, সেবা সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক আফজাল হোসেন চাঁদ, সদস্য আশিকুল ইসলাম, শাহাবুদ্দিন মোড়ল, মাসুম বিল্লাহ, পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ, স্বজন চক্রের নির্বাহী পরিচালক সুভাষ ভক্ত, ডিআরও সংগঠনের নির্বাহী মনিরা বেগম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেডিও সংগঠনের নির্বাহী পরিচালক মনিরুজ্জামান মনির।