তারাকান্দায় প্রধান শিক্ষক রেজাউল কবীরের বিদায় সংবর্ধনা
- আপডেট সময় : ০৮:২৮:০০ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
- / ১০০
তারাকান্দা প্রতিনিধি:
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: রেজাউল কবীরের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়।
আজ রবিবার সকালে কাকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের আয়োজনে স্কুল প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্কুল কমিটির সভাপতি সাইদুর রহমান খানের সভাপতিত্বে ও গোয়াতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখছেদুল ইসলাম ও বালিজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হকের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ শাহীন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, তারাকান্দা উপজেলা শিক্ষা অফিসার জীবন আরা বেগম,সহকারী শিক্ষা কর্মকর্তা শ্রীবাস চন্দ্র পাল, কাকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার ও সাবেক চেয়ারম্যান মশিউর রহমান রিপন, বীর মুক্তিযোদ্ধা দুলাল চন্দ্র সরকার, কাকনী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল মিয়া,স্কুলের সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম, দাদরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, ধনিরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিজার চৌধুরী, স্কুলের সাবেক ছাত্র ও তৈয়রকান্দি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এছানুল হক প্রমূখ।