ধ্বংসের রাজনীতি ছেড়ে বিএনপিকে রাজপথে আসার আহ্বান পথসভায় সোহাগ
- আপডেট সময় : ১১:৫৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
- / ৯৭
বাগেরহাট প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (মোরেলগঞ্জ-শরণখোলা) বাগেরহাট-৪ আসনের নৌকার প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বিরামহীনভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
মোরেলগঞ্জের ১৬টি ইউনিয়নের ১২টিসহ একটি পৌরসভা ও শরণখোলার চারটি ইউনিয়নের তিনটিতে ইতিমধ্যে পথসভা সম্পন্ন করেছেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনয়নে দুটি পথসভা করেন নৌকার প্রার্থী বদিউজ্জামান সোহাগ। এর আগে তিনি নিজে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে লিফলেট বিতরণ ও ব্যাপক গণনংযোগ করেন।
বিকেল ৪টায় দৈবজ্ঞহাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভা কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন তারাই নির্বাচনে অংশ নিয়েছেন। আর যারা অনলাইনের রাজনীতিতে বিশ্বাসী তারা আন্ডারগ্রাউন্ডে বসে শুধু অপপ্রচার আর নাশকতার পরিকল্পনা করছেন। নির্বাচনবিরোধী বিএনপির উদ্দেশে নৌকার প্রার্থী সোহাগ বলেন, আপনারা অনলাইনের মাধ্যমে ধ্বংসের রাজনীতি ছেড়ে তারা রাজপথে আসুন। জনগণের আস্থা অর্জন করুন।
আওয়ামীগ নেতা মাহাবুবুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন মোরেলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ্-ই আলম বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, আওয়ামীলীগ নেতা ও সাবেক অতিরিক্ত আইজিপি আব্দুর রহিম খান, তেলিগাতী ইউপির চেয়ারম্যান মোরশেদা খানম ও বনগ্রাম ইউপির রিপন দাস প্রমুখ। এসময়ে আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীক) প্রার্থী বদিউজ্জামান সোহাগের কর্মী সমার্থকেরা উপস্থিত ছিলেন।