০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
শিরোনাম:
পাইকগাছায় সপ্তদ্বীপার সাহিত্য আসর অনুষ্ঠিত
রিপোর্টার
- আপডেট সময় : ০৭:৪৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
- / ৯০
আজিজুল ইসলাম:
খুলনার পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ২২ ডিসেম্বর সকালে পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠেয় সাহিত্য আসরে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি লেখক,কলামিষ্ট ও সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। আয়োজিত সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধ ও গল্প পাঠে অংশ গ্রহণ করেন, ছড়াকার এ্যাড. শফিকুল ইসলাম কচি,সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক কবি রোজী সিদ্দিকী, অর্থি সরকার, লাবিবা আক্তার লোচমি, লিনজা আক্তার মিথিলা, তৃষা বিশ্বস, মিতু সেন, শাহিনুর রহমান প্রমুখ।