০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ায় অংশ নেওয়ার আহবান মেয়র টিটুর

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:২২:১০ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
  • / ৮০

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ষ্টাফ রিপোর্টার:-

মুক্তিযুদ্ধের চেতনা মানে অন্যায়ের কাছে মাথা নত না করা। মুক্তিযুদ্ধের চেতনা মানে সম্মিলিতভাবে দেশ গড়ার প্রচেষ্টা। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ায় অংশ নিতে সকলের প্রতি আহবান জানিয়েছেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশন (মসিক) এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শনিবার দুপুরে সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশন একাদশ বনাম জেলা প্রশাসন একাদশ এর মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র টিটু।
মেয়র আরও বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা দেশে বিভিন্ন নৈরাজ্য অরাজকতা চালিয়ে যাচ্ছে। তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী, উন্নয়নের বিরোধী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে আমাদের উন্নয়ন যাত্রাকে অব্যহত রাখতে হবে।
প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী বলেন, সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের এই সম্প্রতির ফুটবল ম্যাচ কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি ও সম্পর্ক উন্নয়নের মাধ্যমে উন্নয়ন অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।
ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, সম্প্রিতির মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যে কোন লক্ষ্য অর্জন সম্ভব। এ চেতনাকে বহন করে সমৃদ্ধ ময়মনসিংহ গড়ায় সকলকে ভূমিকা রাখতে হবে।
এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র-২ মোঃ মাহবুুর রহমান দুলাল সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও, মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু আজ ভোরে সূর্যোদয়ের সাথে সাথে পাটগুদাম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরবর্তীতে তিনি জয়বাংলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতার অনন্য অবদানকে স্মরণ করেন। এছাড়াও দিনব্যাপী তিনি বিভিন্ন রাজনৈতিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ায় অংশ নেওয়ার আহবান মেয়র টিটুর

আপডেট সময় : ০৭:২২:১০ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ষ্টাফ রিপোর্টার:-

মুক্তিযুদ্ধের চেতনা মানে অন্যায়ের কাছে মাথা নত না করা। মুক্তিযুদ্ধের চেতনা মানে সম্মিলিতভাবে দেশ গড়ার প্রচেষ্টা। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ায় অংশ নিতে সকলের প্রতি আহবান জানিয়েছেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশন (মসিক) এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শনিবার দুপুরে সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশন একাদশ বনাম জেলা প্রশাসন একাদশ এর মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র টিটু।
মেয়র আরও বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা দেশে বিভিন্ন নৈরাজ্য অরাজকতা চালিয়ে যাচ্ছে। তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী, উন্নয়নের বিরোধী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে আমাদের উন্নয়ন যাত্রাকে অব্যহত রাখতে হবে।
প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী বলেন, সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের এই সম্প্রতির ফুটবল ম্যাচ কর্মক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি ও সম্পর্ক উন্নয়নের মাধ্যমে উন্নয়ন অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।
ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, সম্প্রিতির মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যে কোন লক্ষ্য অর্জন সম্ভব। এ চেতনাকে বহন করে সমৃদ্ধ ময়মনসিংহ গড়ায় সকলকে ভূমিকা রাখতে হবে।
এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র-২ মোঃ মাহবুুর রহমান দুলাল সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও, মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু আজ ভোরে সূর্যোদয়ের সাথে সাথে পাটগুদাম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরবর্তীতে তিনি জয়বাংলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতার অনন্য অবদানকে স্মরণ করেন। এছাড়াও দিনব্যাপী তিনি বিভিন্ন রাজনৈতিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন