বাগমারায় রেনেসাঁ স্পোটিং ক্লাব আয়োজিত সট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৪২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
- / ৭৩
বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় ভবানীগঞ্জ রেনেসাঁ স্পোটিং ক্লাবের আয়োজনে সট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবানীগঞ্জ হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত সট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।প্রধান অতিথি বলেন, যুব সমাজকে সুস্থ রাখতে খেলাধুলা অপরিহার্য। খেলাধুলা তাদের মাঝ থেকে বিভেদ হিংসা প্রতিহিংসা দূর করে। সুস্থ ধারার সমাজ ও দেশ গঠনে ক্রীড়ার ভূমিকা অপরিসীম। বর্তমানে গ্রাম বাংলার অনেক খেলাধুলা বিলুপ্তির পথে। তাই খেলাধুলার দিকে আমাদের ফিরে যেতে হবে। যুব সমাজের মাঝে খেলাধুলার চর্চা গড়ে উঠলে সমাজ থেকে অনেক অপকর্ম দূর হবে। তাই প্রতিটি এলাকায় খেলাধুলার ব্যবস্থা করতে হবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, কাউন্সিলর হাচেন আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান, জেলা যুবলীগ নেতা সেজানুর রহমান সেজান, উপজেলা যুবলীগ নেতা আব্দুল আজিজ লিটন, নাহিদ, ছাত্রলীগ নেতা নাইম আদনান, ভবানীগঞ্জ রেনেসাঁ স্পোটিং ক্লাবের রকিবুল হক, সিজার খান প্রমুখ।ফাইনাল খেলায় ভবানীগঞ্জ ফুটবল একাডেমি ২-০ গোলে নরদাশ ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে উভয় দলের মাঝে পুরস্কার প্রদান করেন ইঞ্জিনিয়ার এনামুল হক।