মতলবে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
- আপডেট সময় : ০৭:০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
- / ৫৮
মতলব উত্তর প্রতিনিধি:
মতলব উত্তর উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। “উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই স্লোগানে ৯ ডিসেম্বর শনিবার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান এর সভাপতিত্বে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদ মোবারক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান মাস্টার। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা আক্তার, দৈনিক সময়ের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার কামরুজ্জামান হারুন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য গোলাম কিবরিয়া মন্টু, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমুখ।