বাকেরগঞ্জে যুবলীগ নেতা ও ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০২:৪৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
- / ৬১
বরিশাল প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে ইউপি সদস্য ও বহিস্কৃত ইউনিয়ন যুবলীগ সভাপতিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) রাত আটটার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইছাপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইউপি সদস্য মো. জহিরুল ইসলাম ওরফে হাতকাটা মামুন (৪৫) উপজেলার ফরিদপুর ইউনিয়নের সোনাপুরা গ্রামের মালেক হাওলাদারের ছেলে। তিনি ৬নং ফরিদপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং বহিঃস্কৃত ইউনিয়ন যুবলীগ সভাপতি ছিলেন।
ফরিদপুর ইউপি চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম বলেন, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওই ওয়ার্ডের দফাদার আমাকে বিষয়টি জানিয়েছেন। আমি থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি।
ইউনিয়ন পরিষদের দফাদার আব্দুর রহিম জানান, ইছাপুরা গ্রামের ছোট বটতলা থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন মামুন। এ সময় ৫/৭ জনের একটি দল তার ওপর হামলা করে। তিনি দৌড়ে সড়কের পাশে বাগানের মধ্যে পালানোর চেষ্টা করেন। তখন হামলাকারীরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি জানান, এলাকায় আধিপত্য নিয়ে দ্বন্দ্ব রয়েছে। প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানালেও তাদের নাম বলেননি তিনি।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান জানান, ২০১৬ সালের ১২ জুন দিনের বেলায় প্রকাশ্যে আওয়ামী লীগ নেতা মহিউদ্দিনকে হত্যায় জড়িত থাকার অভিযোগে মামুনকে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছিল।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান সাংবাদিকদের জানান, দুস্কৃতিকারীরা ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে।