সরদারকান্দির প্রবীণ মুরব্বী তোফাজ্জল প্রধানের ইন্তেকাল, দাফন সম্পন্ন
- আপডেট সময় : ০৭:১৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
- / ৬৮
মতলব উত্তর প্রতিনিধি:
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের সরদারকান্দি গ্রামের প্রবীণ মুরব্বী তোফাজ্জল প্রধান ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত সোমবার ২৭ নভেম্বর রাতে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ৫ মেয়ে’সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার সকালে উত্তর সরদারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন মাওলানা ওয়জকুরুনী। মোনাজাত পরিচালনা করেন মাওলানা কামরুল হাসান।
জানাজার নামাজে এলাকার মুরব্বিয়ান, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক, আলেম উলামা, জনপ্রতিনিধি, সমাজসেবী, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। পরে মরহুমার লাশ সামাজিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজার নামাজে সর্বস্তরের মুসল্লিগণ উপস্থিত হওয়ায় মরহুমের ছেলে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।