বাগেরহাটে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন,আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীসহ ৫ জন
- আপডেট সময় : ০৮:২১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
- / ৬৩
বাগেরহাট প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান এমপি ও পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এর উপমন্ত্রী হাবিবুন নাহার তালুকদার।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে হাবিবুন নাহার তালুকদার পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য ও বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তালুকদার আব্দুল জলিল, আব্দুল হাদিউজ্জামান, মোঃ সুজন, বাগেরহাট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাজ, বাগেরহাট সদর উপজেলা তাঁতী লীগের সাধারন সম্পাদক লিটু দাস, পৌর তাঁতী লীগের সভাপতি খান জাহাঙ্গীর হোসেন মিঠু, সাধারন সম্পাদক আরাফাত মীর প্রমুখ।
এদিকে, বাগেরহাট-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে চিত্র নায়ক শাকিল আহসান, মিস্টার মেনোওয়েল সরকার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়া বাগেরহাট-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি এম,আর জামিল হোসাইন ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ।
এসময় তার সাথে ছিলেন বাগেরহাটের জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান প্রমুখ।
জেলা রিটানিং কর্মকর্তা ও বাগেরহাট জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।