সুনামগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে অষ্টম শ্রেণির ছাত্র জুবায়ের
- আপডেট সময় : ০৯:৩২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
- / ১৯৯
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ পৌরশহরের বকপয়েন্টে এলাকায় বন্ধুদের মারামারি থামাতে এসে বন্ধুর ছুরিকাঘাতে অষ্টম শ্রেণির স্কুল ছাত্রের লিভার বেরিয়ে এসে মারাত্মক আহত হয়েছে। বুধবার (২২ নভেম্বর ) দুপুরে পৌর শহরের সুনামগঞ্জে এইচ এম পি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সামনে এই ঘটনা ঘটে।
আহত স্কুল ছাত্রের নাম জুবায়ের আহমদ (১৪)। সে সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের দক্ষিণ কুল গ্রামের মহিবুর রহমানের ছেলে। বর্তমানে সে এইচ এম পি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। লেখারপাড়ার জন্য শহরের বাঁধন পাড়া এলাকায় ভাড়া বাসায় নিয়ে থাকেন তার মা,বাবা।
আহত স্কুল ছাত্র জুবায়ের মা মোছাঃ হেলেনা বেগম জানানা,আমার ছেলে, এইচ এম পি স্কুলে অষ্টম শ্রেনীতে পড়তো। জুবায়ের আজ স্কুলে ছিলো না, তার বন্ধুরা তারে মোবাইলে কল দিয়ে স্কুলে নিয়ে যায়। তখন তার অন্য দুই বন্ধুদের মধ্যে ঝামেলা হয়। পরে দুই পক্ষের প্রায় হাতাহাতি শুরু হয়ে যায়। এক পর্যায়ে একজন ধারাল ছুরি বন্ধুকে আঘাত করতে চাইলে জুবায়ের ফিরাতে চায়। জুবায়ের কেনো ফিরাতে গেলো তাই ওই যুবক ধারাল ছুরি দিয়ে জুবায়েরকে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দার রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। ছুরিকাঘাতে লিভার বেরিয়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে মুমূর্ষু অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমান অবস্থা জানতে ছাইলে কেঁদে কেঁদে বলেন একন পর্যত ৬ বেগ ব্লাড দেওয়া হয়েছে শ্বাসকষ্ট বাড়ছে একন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ঘটনা সংবাদ পেয়ে আমি সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।