স্কুলে যাওয়ার পথে অটো রিক্সার চাপায় ছাত্রীর মৃত্যু
- আপডেট সময় : ০৪:৪২:৫১ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
- / ১৩৩
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অটো রিক্সার চাপায় বিপাশা আক্তার (১৩) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ নভেম্বর) সকালে উপজেলার জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ে সামনে বেরিবাঁধ সড়কে এই দুর্ঘটনা ঘটে। এঘটনায় অটোবাইক চালক টিটু চন্দ্র সরকার (২২)কে আটক করেছে পুলিশ।
বিপাশা আক্তার মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের দুবাই প্রবাসী সালাউদ্দিন (বাবুল) খলিফার মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিপাশা আক্তার স্কুলের যাওয়ার পথে বিপরিতগামী একটি অটো রিক্সা তাকে চাপা দিলে সে আহত হয়। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় বিপাশাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য বিপাশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অ্যাম্বুলেন্সযোগে ঢাকা যাওয়ার মাঝ পথে মৃত্যুবরণ করেন। বিপাশার মৃত্যুর সংবাদে স্কুল ও নিজ এলাকায় শোকের মাতম বইছে।
ঘটনার পর মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন, উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন, উপ-পরিদর্শক (এসআই) রমিজ উদ্দিন ও উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম’সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।
মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এ ব্যাপারে মতলব উত্তর থানায় সড়ক আইনে মামলা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।