০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

গৌরনদী পৌরসভার কাউন্সিলরকে অপহরণের চেষ্টা

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
  • / ৬২

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মোঃ রানা সন্যামত, বরিশাল ব্যুরো:

বরিশাল গৌরনদী পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আল আমিনকে বরিশাল নগরী থেকে অপহরণের চেষ্টা করে একটি গ্রুপ। মঙ্গলবার অপরাহ্নে গৌরনদী পৌর যুবলীগে সাধারণ সম্পাদক আল আমিন বরিশাল শহরের ফলপট্টি রোডের রেস্তোরাঁয় খাবার খেতে আসলে দুটি মোটরসাইকেলযোগে তার পিছু অন্তত ৫ ব্যক্তি। যুবলীগ নেতা রেস্তোরাঁয় ঢুকবেন এমন সময় তারা একত্রিত হয়ে তাকে তাদের মোটরসাইকেলে তুলতে টানা-হেচড়া শুরু করে দেয়। তখন আতঙ্কগ্রস্ত যুবলীগ নেতা নিজেকে বাঁচাতে ডাক-চিৎকার করে এবং স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন। একপর্যায়ে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে আল আমিনকে উদ্ধার করে এবং অপহরণ চেষ্টাকারীদের গণপিটুনি দেওয়া শুরু করে। এসময় পিটুনি খেয়ে চারজন দৌড়ে পালিয়ে গেলেও দুটি মোটরসাইকেলসহ একজনকে আটক করে কোতয়ালি মডেল থানা পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
গৌরনদী পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আল জানান, তিনি গুরুত্বপূর্ণ কাজে বরিশালে এসেছেন এবং দুপুরের খাবারের সময় হয়ে যাওয়ায় ফলপট্টি রোডের ‘হাজী কাচ্চি ঘর’ নামক রেস্তোরাঁয় যাচ্ছিলেন। কিন্তু সেখানে প্রবেশের আগে একটি পত্রিকা অফিসের নিচে মেইন রোডে দুটি মোটরসাইকেলযোগে আসা অন্তত ৫ জন তাকে টানা-হেচড়াসহ মারধর শুরু করে দেয় এবং তাদের মধ্যে কজন বলতে থাকে ‘তুই বিদেশ লোক পাঠানোর কথা বলে অনেক টাকা নিছো, তোকে আমাদের সাথে থানায় যেতে হবে’। এবং তারা আল আমিনকে জোরপূর্বক তাদের একটি মোটরসাইকেলে তোলারও চেষ্টা করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আল আমিন নামের মধ্য বয়সি ব্যক্তিতে মারধর করে টেনে মোটরসাইকেলে তোলার সময় তিনি ডাক-চিৎকার শুরু করাসহ উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। তারপরে স্থানীয় ব্যবসায়ী এবং জনসাধারণ ঐক্যবদ্ধ হয়ে অপহরণ চেষ্টাকারীদের গণপিটুনি দেওয়া শুরু করলে তাদের তিনজন একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এছাড়া তাদের সঙ্গী আরও একজনকে একটি মোটরসাইকেলসহ আটক করে, যদিও তিনি ভাড়াটে মোটরসাইকেল চালক বলে নিজেকে দাবি করেন। বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডের বাসিন্দা পরিচয়দানকারী ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয় জনতা। যদিও তাকে পুলিশ আসার একচোট পিটুনি দেওয়া হয়েছে।
কোতয়ালি মডেল থানা পুলিশের এসআই আরাফাত রহমান হাসান গণকণ্ঠকে জানান, অপহরণ চেষ্টার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা একজনকে ধরিয়ে দেয়। যদ্দুর জানতে পেরেছি, গৌরনদী পৌরসভার কাউন্সিলরকে কেউ অপহরণ করার চেষ্টা করে, কিন্তু এলাকাবাসী তা রুখে দিয়ে একজন আটক করে।
ভুক্তভোগী আল আমিন জানান, তিনি কারও কাছ থেকে কোনো অর্থ নেন। কিন্তু তারপরেও তাকে কেনো অপহরণ করার চেষ্টা চালানো হয়েছে, তা তিনিও জানেন না। তবে তিনি স্বীকার করেছেন গৌরনদীতে যুবলীগের রাজনীতি নিয়ে প্রভাবশালী স্থানীয় এক আওয়ামী লীগ নেতার সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। সেই বিরোধীয় জেরে কাউন্সিলর আল আমিনকে তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে কী না তা খতিয়ে দেখছে পুলিশ।
কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, পুরো ঘটনাটি পুলিশ তদন্ত করছে, পরবর্তীতে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

গৌরনদী পৌরসভার কাউন্সিলরকে অপহরণের চেষ্টা

আপডেট সময় : ০৭:০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মোঃ রানা সন্যামত, বরিশাল ব্যুরো:

বরিশাল গৌরনদী পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আল আমিনকে বরিশাল নগরী থেকে অপহরণের চেষ্টা করে একটি গ্রুপ। মঙ্গলবার অপরাহ্নে গৌরনদী পৌর যুবলীগে সাধারণ সম্পাদক আল আমিন বরিশাল শহরের ফলপট্টি রোডের রেস্তোরাঁয় খাবার খেতে আসলে দুটি মোটরসাইকেলযোগে তার পিছু অন্তত ৫ ব্যক্তি। যুবলীগ নেতা রেস্তোরাঁয় ঢুকবেন এমন সময় তারা একত্রিত হয়ে তাকে তাদের মোটরসাইকেলে তুলতে টানা-হেচড়া শুরু করে দেয়। তখন আতঙ্কগ্রস্ত যুবলীগ নেতা নিজেকে বাঁচাতে ডাক-চিৎকার করে এবং স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন। একপর্যায়ে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে আল আমিনকে উদ্ধার করে এবং অপহরণ চেষ্টাকারীদের গণপিটুনি দেওয়া শুরু করে। এসময় পিটুনি খেয়ে চারজন দৌড়ে পালিয়ে গেলেও দুটি মোটরসাইকেলসহ একজনকে আটক করে কোতয়ালি মডেল থানা পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
গৌরনদী পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আল জানান, তিনি গুরুত্বপূর্ণ কাজে বরিশালে এসেছেন এবং দুপুরের খাবারের সময় হয়ে যাওয়ায় ফলপট্টি রোডের ‘হাজী কাচ্চি ঘর’ নামক রেস্তোরাঁয় যাচ্ছিলেন। কিন্তু সেখানে প্রবেশের আগে একটি পত্রিকা অফিসের নিচে মেইন রোডে দুটি মোটরসাইকেলযোগে আসা অন্তত ৫ জন তাকে টানা-হেচড়াসহ মারধর শুরু করে দেয় এবং তাদের মধ্যে কজন বলতে থাকে ‘তুই বিদেশ লোক পাঠানোর কথা বলে অনেক টাকা নিছো, তোকে আমাদের সাথে থানায় যেতে হবে’। এবং তারা আল আমিনকে জোরপূর্বক তাদের একটি মোটরসাইকেলে তোলারও চেষ্টা করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আল আমিন নামের মধ্য বয়সি ব্যক্তিতে মারধর করে টেনে মোটরসাইকেলে তোলার সময় তিনি ডাক-চিৎকার শুরু করাসহ উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। তারপরে স্থানীয় ব্যবসায়ী এবং জনসাধারণ ঐক্যবদ্ধ হয়ে অপহরণ চেষ্টাকারীদের গণপিটুনি দেওয়া শুরু করলে তাদের তিনজন একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এছাড়া তাদের সঙ্গী আরও একজনকে একটি মোটরসাইকেলসহ আটক করে, যদিও তিনি ভাড়াটে মোটরসাইকেল চালক বলে নিজেকে দাবি করেন। বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ডের বাসিন্দা পরিচয়দানকারী ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয় জনতা। যদিও তাকে পুলিশ আসার একচোট পিটুনি দেওয়া হয়েছে।
কোতয়ালি মডেল থানা পুলিশের এসআই আরাফাত রহমান হাসান গণকণ্ঠকে জানান, অপহরণ চেষ্টার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা একজনকে ধরিয়ে দেয়। যদ্দুর জানতে পেরেছি, গৌরনদী পৌরসভার কাউন্সিলরকে কেউ অপহরণ করার চেষ্টা করে, কিন্তু এলাকাবাসী তা রুখে দিয়ে একজন আটক করে।
ভুক্তভোগী আল আমিন জানান, তিনি কারও কাছ থেকে কোনো অর্থ নেন। কিন্তু তারপরেও তাকে কেনো অপহরণ করার চেষ্টা চালানো হয়েছে, তা তিনিও জানেন না। তবে তিনি স্বীকার করেছেন গৌরনদীতে যুবলীগের রাজনীতি নিয়ে প্রভাবশালী স্থানীয় এক আওয়ামী লীগ নেতার সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। সেই বিরোধীয় জেরে কাউন্সিলর আল আমিনকে তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে কী না তা খতিয়ে দেখছে পুলিশ।
কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, পুরো ঘটনাটি পুলিশ তদন্ত করছে, পরবর্তীতে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন