লালমনিরহাটে শিবরাম আদর্শ পাবলিক স্কুলে বৃত্তির সনদ প্রদান অনুষ্ঠান
- আপডেট সময় : ০৮:১৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩
- / ৯২
আশরাফুল হক, লালমনিরহাট।
লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান, পুরস্কার বিতরণ ও বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদ দ্বারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধায় প্রতিষ্ঠানটির মাঠ প্রাঙ্গনে ৭৪ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তির সনদ প্রদান ও শতাধিক শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান। অনুষ্ঠানটিতে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট সদর উপজেলা শিক্ষা অফিসার আবদুল হামিদ সরকার।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমানারা লতার উপস্থিতিতে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সচেতন মহল উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের দ্বারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান নাচে গানে কিছুক্ষণ অনুষ্ঠিত হয়।