মোরেলগঞ্জে ভোরের চেতনা পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ১০:১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
- / ১০০
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকা দৈনিক ভোরের চেতনার ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। বুধবার (১৫ নভেম্বর ) সন্ধায় মোরেলগঞ্জ পৌর প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
ভোরের চেতনার মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধি ও মোরেলগঞ্জ পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত করিম রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্যের একান্ত ব্যাক্তিগত সহকারী এ আই রবি, যায়যায়দিন পত্রিকার মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধি সাইফুজ্জামান রিপন, পৌর প্রেসক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক আরিফ তালুকদার, নির্বাহি সদস্য আল-আমিন শেখ,উপজেলা মৎসজিবী লীগের সভাপতি মুনসুর হাওলাদার।
এসময় পৌর প্রেসক্লাবের তথ্য প্রযুক্তি সম্পাদক টি এম মনির হোসেন ও স্থানীয় গন্য-মান্য ব্যক্তিবর্গেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন পৌর প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক সাগর তালুকদার রনি।