সোনারগাঁয়ে মাছের খাদ্যের আড়ালে মাদকের ব্যবসা
- আপডেট সময় : ০৭:৩৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
- / ৬৭
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়র নারায়ণগঞ্জের সোনারগাঁও পিরোজপুর আষাঢ়িয়ার চর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে তাকে মেঘনা টোল প্লাজা এলাকা থেকে আটক করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) শেখ বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা সেতুর টোল প্লাজায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় একটি পোল্ট্রি খাবারবাহী পিকআপ ভ্যানে (সিলেট মেট্রো-১১-১৭০৬) তল্লাসী চালিয়ে ৪৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ৮ লাখ ৬০ হাজার টাকা। মাদক উদ্ধারের ঘটনায় পিকাপ ভ্যান চালক মো. জুয়েল (২৭)’কে আটক করা হয়। জুয়েল কুমিল্লার কোতোয়ালী থানার মৃত আবুল কাসেমের ছেলে।
মাদক উদ্ধারের ঘটনায় আটককৃত জুয়েলকে আসামী করে সোনারগাঁ থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।