সুনামগঞ্জে ভারতের গুহা থেকে চোরাই কয়লা আনতে গিয়ে মাটি চাপায় যুবক নিহত
- আপডেট সময় : ০৬:০৪:২১ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
- / ৮৫
সুনামগঞ্জ প্রতিনিধি:
ভারতের গুহা থেকে চোরাই কয়লা আনতে গিয়ে গুহার ভিতরে মাটি চাপায় নুরুল হক (২০) নামের বাংলাদেশী যুবক নিহত হয়েছে। এসময় আরও ৫জন আহত হয়েছে। রবিবার (১২নভেম্বর) সকালে ১০টার দিকে ১২৯৭ আন্তর্জাতিক সীমান্ত পিলার ভারতের ভেতরে ঘটনাটি ঘটে।
নিহত নুরুল হক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা গ্রামের লাকমা ছড়ার পশ্চিম পাড়ের আব্দুল খালেকের ছেলে।
স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে ও খোঁজ নিয়ে জানাযায়, উপজেলার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাকমা সীমান্তে ১২৯৭ আন্তর্জাতিক সীমান্ত পিলার এলাকা দিয়ে ভোরে ২০-২৫ জনের একটি দল চোরাই পথে ভারতের প্রবেশ করে।
এসময় কয়লা গুহা থেকে বস্তায় ভরে কয়লা আনার সময় উপর থেকে মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই নুরুল হক (২০) মারা যায়। এসময় তার সাথে থাকা আরও ৫-৬ জন আহত হয়। নিহত ও আহতদের উদ্ধার করে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসার পর নিহতের লাশ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে যায়। আর আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতের পরিবারে শোকের মাতম চলছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দীন।তিনি জানান, এই ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ পাঠানো হবে।
উল্লেখ, এর পূর্বে একেই ভাবে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে চোরাই পথে ভারতে গিয়ে কয়লা গুহা থেকে কয়লা আনতে গিয়ে ১০জন নিহত হয়েছে।