১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

লালমনিরহাটে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো জেলা ইজতেমা

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:৫৬:১১ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
  • / ১০১

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আশরাফুল হক, লালমনিরহাট:

দেশ ও জাতির মঙ্গল কামনায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে লালমনিরহাটের তিন দিনব্যাপী আঞ্চলিক জেলা ইজতেমা। শনিবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় মোনাজাত শুরু হয় লালমনিরহাটের কালেক্টরেট মাঠের এ ইজতেমা। এতে মোনাজাত পরিচালনা করেন ঢাকা কাকরাইল জামে মসজিদের সুরা সদস্য মুরব্বি আলহাজ্ব মাওলানা মোহম্মদ উল্লাহ্।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) লালমনিরহাট শহরের কালেক্ট্ররেট মাঠে ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যদিয়ে আঞ্চলিক জেলা ইজতেমা শুরু হয়। ইজতেমায় শুক্রবার (১০ নভেম্বর) জুমার নামাজে বিপুল পরিমাণ মুসল্লি অংশ নেন।
জেলা ইজতেমা বাস্তবায়ন কমিটির সুরা সদস্য আব্দুল খালেক মাস্টার জানান, ইজতেমায় ইসলামী জীবন বিধান ও ধর্মের আলোকে বয়ান করছেন তাবলীগ জামাতের মুরুব্বি ও দেশবরেণ্য পাঁচ আলেম। তিন দিনের ইজতেমায় জেলার ৫ টি উপজেলাসহ পার্শ্ববর্তী জেলার প্রায় দেড় লাখ মানুষ সমবেত হন। এছাড়া রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে তবলিগ জামাতের অনুসারী ধর্মপ্রাণ মুসলমানরাও অংশ নিয়েছেন।
আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকে মানুষের ঢল নামে ইজতেমা মাঠে। কানায় কানায় ভরে যায় পুরো মাঠ।
এছাড়া ইজতেমায় আগত মুসল্লিদের বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য যমুনা ক্লিনিক ও লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপনের সহযোগিতায় অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে।
এছাড়াও ইজতেমা প্রাঙ্গণে স্থাপন করা হচ্ছে একশ’র ওপরে শৌচাগার, গোসলখানা ও অজুখানা।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, জেলা ইজতেমা যাতে সুষ্ঠুভাবে হয়, সে জন্য ইজতেমার মাঠ জুড়ে কঠোর নিরাপত্তার সাজানো হয়েছে। মুসল্লিদের নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

লালমনিরহাটে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো জেলা ইজতেমা

আপডেট সময় : ০৬:৫৬:১১ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আশরাফুল হক, লালমনিরহাট:

দেশ ও জাতির মঙ্গল কামনায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে লালমনিরহাটের তিন দিনব্যাপী আঞ্চলিক জেলা ইজতেমা। শনিবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় মোনাজাত শুরু হয় লালমনিরহাটের কালেক্টরেট মাঠের এ ইজতেমা। এতে মোনাজাত পরিচালনা করেন ঢাকা কাকরাইল জামে মসজিদের সুরা সদস্য মুরব্বি আলহাজ্ব মাওলানা মোহম্মদ উল্লাহ্।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) লালমনিরহাট শহরের কালেক্ট্ররেট মাঠে ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যদিয়ে আঞ্চলিক জেলা ইজতেমা শুরু হয়। ইজতেমায় শুক্রবার (১০ নভেম্বর) জুমার নামাজে বিপুল পরিমাণ মুসল্লি অংশ নেন।
জেলা ইজতেমা বাস্তবায়ন কমিটির সুরা সদস্য আব্দুল খালেক মাস্টার জানান, ইজতেমায় ইসলামী জীবন বিধান ও ধর্মের আলোকে বয়ান করছেন তাবলীগ জামাতের মুরুব্বি ও দেশবরেণ্য পাঁচ আলেম। তিন দিনের ইজতেমায় জেলার ৫ টি উপজেলাসহ পার্শ্ববর্তী জেলার প্রায় দেড় লাখ মানুষ সমবেত হন। এছাড়া রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে তবলিগ জামাতের অনুসারী ধর্মপ্রাণ মুসলমানরাও অংশ নিয়েছেন।
আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকে মানুষের ঢল নামে ইজতেমা মাঠে। কানায় কানায় ভরে যায় পুরো মাঠ।
এছাড়া ইজতেমায় আগত মুসল্লিদের বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য যমুনা ক্লিনিক ও লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপনের সহযোগিতায় অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে।
এছাড়াও ইজতেমা প্রাঙ্গণে স্থাপন করা হচ্ছে একশ’র ওপরে শৌচাগার, গোসলখানা ও অজুখানা।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, জেলা ইজতেমা যাতে সুষ্ঠুভাবে হয়, সে জন্য ইজতেমার মাঠ জুড়ে কঠোর নিরাপত্তার সাজানো হয়েছে। মুসল্লিদের নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন