ঝিকরগাছায় মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি নাজিম, সম্পাদক সিরাজুল
- আপডেট সময় : ০৬:৩৭:১১ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- / ৫৪
আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :
যশোরের ঝিকরগাছায় মাছ বাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি নাজিম ও সম্পাদক সিরাজুল নির্বাচিত হয়েছে। ১৯৪জন সদস্যের নাজিম-সিরাজ ও সামছুর-নুরন্নবী’র দু’টি প্যানেলের মোট ১২জন সদস্যের অংশগ্রহণের সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে স্বতন্ত্র নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে মোঃ শামসুর রহমান (মাছ) পেয়েছেন ৮৩ ভোট অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ নাজিম উদ্দিন সরদার (চেয়ার) ৮৬ভোট পেয়ে বিজয়ী, সহ সভাপতি পদে মোঃ শাহাজান আলী (মোরগ) পেয়েছেন ৭৩ ভোট অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ এরশাদুল আলম কাটু (আনারস) ৯৬ভোট পেয়ে বিজয়ী, সাধারণ সম্পাদক পদে মোঃ নুরন্নবী গাজী (বাই সাইকেল) পেয়েছেন ৫৮ ভোট অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ সিরাজুল ইসলাম (মই) ১১৩ ভোট পেয়ে বিজয়ী, সদস্য পদে মোঃ শামিম হোসেন (খেজুর গাছ) পেয়েছেন ৬৮ভোট অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ জালাল উদ্দিন (দেয়াল ঘড়ি) ৭৬ ভোট পেয়ে বিজয়ী, মোঃ সাদ্দাম হোসেন (ছাতা) পেয়েছেন ৪৮ভোট অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ শামীমুর রহমান শামীম (দোয়াত কলম) ৮৯ ভোট পেয়ে বিজয়ী, মোঃ আমিনুর রহমান (কলস) পেয়েছেন ৭৩ ভোট অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ কামারুল ইসলাম (ফুটবল) ১০৪ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নির্বাচনের সার্বিক সহযোগিতা করেন উপজেলা সমবায় অফিস, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি তোয়াব আলী, সদস্য মেহেদী আলম সজীব, নিরোদ বিশ্বাস ও থানার অফিসার ইনচার্জ প্রতিনিধি এএসআই (নিঃ) মাসুদ রানা, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদসহ আরও অনেকে।