বাগমারায় আ’লীগের উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৬:৩২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- / ৫২
বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, কেন্দ্র কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
প্রধান অতিথি বলেন, আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আদর্শিত হতে হবে।তাঁর নেতৃত্বকে অন্তরে ধারণ করতে হবে। জাতির জনকের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সদস্যদের হত্যার পরও থেমে নেই স্বাধীনতা বিরোধী চক্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দেশ। এই উন্নয়ন ধরে রাখতে নৌকার বিজয় ঘটাতে হবে। এরজন্য প্রতিটি পরিবারে আওয়ামী লীগের দুর্গগড়ে তুলতে হবে।কোন অপশক্তিকে ভয় করা যাবে না। আগামী নির্বাচন স্মার্ট বাংলাদেশ গড়ার নির্বাচন। কারো ইশারাই নির্বাচন বন্ধ করা হবে না। নির্বাচন সময় মতোই হবে। দেশকে শান্তিতে রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকার বিজয় ঘটাতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতিকে ভোট দেয়ার আহবান জানান তিনি।
মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, সদস্য হাচেন আলী, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, শুভডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আফজাল হোসেন, নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজামান টুকু।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আফতাব উদ্দীন আবুল, মরিয়ম বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন.সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ সরকার, জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক আব্দুল জলিল, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান রেজা, চেয়ারম্যান আজাহারুল হক, আনোয়ার হোসেন, মাজেদুল ইসলাম সোহাগ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান, সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, হাবিবুর রহমান মটর, আব্দুল জলিল, বকুল আলী খরাদী, আবুল কালাম আজাদ, আমজাদ হোসেন মৃধা, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, কেন্দ্র কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় ঘটানো লক্ষ্যে কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হবে সে বিষয়ে ধারণা দেয়ার পাশাপাশি নৌকার বিজয়ে নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।