বাকেরগঞ্জ ওয়ারিশের সম্পত্তি না দিয়ে মামলা করে বিল্ডিং করার পাঁয়তারা
- আপডেট সময় : ০৮:৫২:১৮ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / ১২৭
মোঃ রানা সন্যামত, বরিশাল:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৬ নং ফরিদপুর ইউনিয়নের মঙ্গলসি গ্রামের ১ নং ওয়ার্ডের সিকদার বাড়ি ওয়ারিশদের সম্পত্তি বুঝিয়ে না দিয়ে দেওয়ানী ও রেকর্ড ভাঙ্গার মামলা করে বিল্ডিং নির্মাণ করার পাঁয়তারা করেছেন মোঃ কাদের শিকদার
এবিষয় সালাম হাওলাদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সম্পত্তি বাকেরগঞ্জ উপজেলার রেভিনিউ সার্ভে নং-১৮২৭ জে,এল ১৩১ নং গোমা মঙ্গলসী মৌজার সি,এস, ১৬৩ নং খতিয়ানের সাবে ৫২১,৫২২,৫২৩ দাগের সম্পত্তি সি,এস,৪৭নং খতিয়ানের গহর আলী শিকদারের মৃত্যুর পরে হাতেমজান বিবিকে নাবালক পুত্র ও কন্যা সন্তানসহ আহাম্দদ আলী হাওলাদার বিবাহ করেন আমার দাদা। সেজন্য দোয়া আনা সম্পত্তির এবং আর,এস ২৬৩/৫৪ নং খতিয়ানের ৩.৪৯ একর ভূমি হিং ২/. আনা অংশে ৪৩.৬২ শতাংশ ভূমির (৫৮.৭৫+৪৩+৬২)=১.০২৩৭ একর ভূমি আহাম্মদ আলী হাওলাদার এর বরাবর রেকর্ড করিয়ে দেয়। আর,এস ও এস,এ রেকর্ড সঠিকভাবে প্রকাশিত হয়। গহর আলী শিকদার মৃত্যুর পরে তার ভাই মফিজউদ্দিন সিকদার তার ভাবি ও ভাতিজাদেরকে সম্পত্তি দিয়ে আমার দাদা আহাম্মদ হাওলাদার এর কাছে বিবাহ দেয়, সেই সূত্রে আমার দাদা মোট ১১৩ শতাংশ সম্পত্তির মালিক।
এবিষয়ে সালাম হাওলাদার বলেন আমার দাদা জমি যদি না থাকে তাহলে আমাদের বাড়ির সামনের মসজিদে নামে কাদের শিকদারসহ আমরা কিভাবে দলিল দিলাম, আমাদের দলিল নং-৫০৯১, যে তারিখে দলিল হয়েছে ০৯/১১/২০১৬ ইং, যাহারা মসজিদের নামে দলিল করে দেন, কাদের শিকদার, জামাল শিকদার, সালাম হাওলাদার,কালাম হাওলাদার, হুমায়ূন হাওলাদার, কিন্তু আমাদেরকে কাদের শিকদার বলেন বিল্ডিং এর কাজ করবো আপনাদের কি, পরে কাদের শিকদার জানতে পারে যেখানে বিল্ডিং এর কাজ শুরু করেছেন সেখানে তাদের মালিকানা সম্পত্তি নেই। বিল্ডিং এর কাজ চলমান রাখার জন্য আদালতের দ্বারস্থ হয়ে একটি রেকর্ড ভাঙার দেওয়ানি মামলা করে। আদালতের মাধ্যমে ওয়ারিশগণকে নোটিশের মাধ্যমে জানানো হলে। সালাম হাওলাদার নোটিশ নিয়ে আদালতে উকিলের মাধ্যমে জবাব দিলে উভয়ের শান্তির শৃঙ্খলা ও স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন আদালত।
এবিষয় আব্দুল কাদের শিকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা ঘরের কাজ শুরু করার আগে রেকর্ড ভাঙার একটি দেওয়ানি মামলা করি কিন্তু মামলা শুনানির দিন আদালত একটি নিষেধাজ্ঞা জারি করেন এরপর থেকে আমাদের ঘরের কাজ বন্ধ থাকে, তিনি আরো বলেন এই জমিতে সালাম হাওলাদার জমি পাবে আমি অন্য জমি দিয়ে তাদেরকে ভোগ দখল করতে বলি কিন্তু তারা রাজি হয়নি কিন্তু আমার মামলা করা উচিত হয়নি।