শীতের স্নিগ্ধতা
- আপডেট সময় : ০৮:১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
- / ৬৬
রিপন গুণ
প্রকৃতির কোল জুড়ে, কুয়াশার চাদরে মুড়ে-
সোনালী সকাল নামে, রুপালি শিশিরের স্পর্শে,
হিম শীতল হাওয়ায়, কনকনে কাঁপন নিয়ে-
ঋতুর চক্র পূর্ণ করে, শীত আসে বাংলায় ঘরে ।
শুভ্র সাদা কুয়াশার চাদরে ঢেকে, স্নিগ্ধতা ছড়ায়
রুপালী প্রান্তর জুড়ে, বিন্দু বিন্দু শিশির ভেজা ঘাসের ছোঁয়ায়!
শরতের শুভ্রতাকে বিদায় দিয়ে-
শীত কন্যা আসে, বাংলার বুকে নাইয়রির বেশে।
শীতার্ত পাখিদের গুঞ্জনে মুখরিত চারদিক
ক্ষুধার্ত পাখিরা ছুটে, আহারের সন্ধানে এদিক-ওদিক,
এক গাছ থেকে অন্য গাছে করে লাফা লাফি…
শিমুল ফুলে ঠোঁট ভেজায়, শিশিরের স্পর্শে ।
কনকনে শীতে ঘাসের বিছানায় !
ফোটা ফোটা শিশির বিন্দু ঝরে –
সূর্যের আলোর স্পর্শে যেন, মুক্তার মত ঝলমল করে ।
মাঠ জুড়ে সরিষা ফুলের হলুদের মিলন মেলায়
প্রকৃতি যেন, হলুদ শাড়ীতে অপরূপ সাজে।
মেতে উঠে ছোট-বড় সব পিঠা উৎসবে
শীতের সকালের সোনালী রোদ –
মিশে থাকে হিম শীতল প্রকৃতির গায়ে ।
শুকনো পাতা উড়ে যায়, উত্তরের হাওয়ায়
কোকিলের কুহু কুহু ডাকে মাতাল চারিদিক,
মনেতে জাগে প্রকৃতির, এই যেন বিদায় নিল শীত ।