২৮ অক্টোবর বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে মোরেলগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৬:৫৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
- / ৫৯
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে সারা দেশের ন্যায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা। গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে এ প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত।
২৯ অক্টোবর সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমন্বয়ে একটি মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজার চৌরাস্তা মোড়ে পথসভায় মিলিত হয়।
আয়োজিত এ পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, সহ-সভাপতি এইচ,এম মাহমুদ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হারুন-অর রশিদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মোজাম ও এ্যাড. তাজিনুর রহমান পলাশ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি সমাবেশের নামে পুলিশের উপর হামলা, পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসভবন প্রবেশদ্বার ভাংচুর, সাংবাদ কর্মীদের মারপিট, পুলিশ হাসপাতালে হামলা ও এম্বুলেন্সসহ একাধিক গাড়ীতে অগ্নি সংযোগ করেছে। এদের কাছে বাংলার জনগন নিরাপদ নয়, তা আরো একবার প্রমান করলো বিএনপি। বিএনপির এ সকল অপকর্ম প্রতিহত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সকল নেতা কর্মীদের রাজপথে থেকে মোকাবেলা করার নির্দেশ দেন বক্তারা।