উল্লাপাড়ায় ইয়াবাসহ গ্রেফতার-১
- আপডেট সময় : ০৫:৩০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩
- / ৬৭
মিজানুর রহমান:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৪৫০ পিস ইয়াবাসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২।
শুক্রবার (২৭ অক্টোবর’) সকালে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শুক্রবার (২৬ অক্টোবর) বিকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব ১২’র স্পেশাল কোম্পানির অভিযানিক দল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নওকৈড় বাজার মেসার্স মাষ্টার ট্রেডার্স মোঃ রেজাউল করিমের বন্ধ দোকানের সামনে পাকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৫০ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তার সাথে থাকা মাদক দ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নওকৈর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সাদ্দাম হোসেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদক দ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিলো।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন, র্যাব-১২’র সিপিএসসি স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।