সুনামগঞ্জে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৩৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
- / ৬৮
সুনামগঞ্জ প্রতিনিধি:
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ শক্তি শালী করন প্রকল্প. জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয়ের আয়োজনে এবং সুনামগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ২৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্মার্ট বাংলাদেশ বি নির্মাণে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক কর্ম শালা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রেজাউল করিমের সভাপতিত্বে ও সহকারী কমিশনার বোরহান উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিচালক নিবন্ধন. উপসচিব এন এস ডিএ মোঃ আব্দুর রহমান।
আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ. অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস. জেলা ত্রাণ অফিসার শফিকুল ইসলাম. তথ্য অফিসার আব্দুছ ছাত্তার. ব্রাক অফিসার একে আজাদ. আনসার ও ভিডিপি অফিসার কামরুজ্জামান.ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া.সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু. সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার কোন বিকল্প নেই। দক্ষ মানব সম্পদ হলে দেশ ও বিদেশে ভাল কাজের সুযোগ সৃষ্টি হবে। প্রধানমন্ত্রীর ও ইচ্ছা বাংলাদেশের মানুষেরা দক্ষ হিসেবে গড়ে উঠুক. তাহলেই স্মার্ট বাংলাদেশ বি নির্মাণে আর কোন বাধাই থাকবে না। যে কোন কাজে পারদর্শী হলে বেতন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা ও বেশী দেশ হোক আর বিদেশ হোক।