১০:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

রিপন গুণে’র কবিতা বোধন

রিপোর্টার
  • আপডেট সময় : ১১:২৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
  • / ৭২

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রিপন গুণে’র কবিতা
বোধন
ষষ্ঠীর এই পুণ্য তিথিতে হবে আজ, দেবী দুর্গার বোধন
হবে দেবীর প্রাণ প্রতিষ্ঠা…….!
ধারণ করবেন মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপ-
তাইতো বেল তলাতে জমেছে, পূজার হরেক আয়োজন।
শিউলির মৌ মৌ গন্ধে সুবাসিত চারিদিক
আকাশ মেঘের কোলাকুলিতে, প্রকৃতি করছে ঝিলমিল,
খোলা মাঠে কাশ ফুল হাওয়ার তালে দোলে,
নত শিরে স্বাগত জানাচ্ছে-
এসো দুর্গতিনাশিনী মা উমা, এই ধরণী তরে।
মর্ত্যে তোমার আগমনে আজ
বেজে উঠেছে কাঁসর, ঘণ্টা, ঢাকের কাঠিতে বোল,
ঘৃতের প্রদীপ শিখা দীপ্ত হয়ে উঠেছে জ্বলে-
শঙ্খধ্বনি করে সব ভক্তবৃন্দ মিলে।
রঙিন আলো চারপাশে মাতিয়ে দিলো মন
শুরু হলো মায়ের পূজোর সেই শুভক্ষণ।
মা এসেছেন আজ সবার ঘরে
ধনী-গরীবের ভেদাভেদ ভুলে-
থাকো তুমি সবার অন্তর জুড়ে,
তোমার মঙ্গল-আলোয় আলোকিত হোক চারিদিক।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিজ্ঞাপন

সাবধান
এই পৃষ্ঠার বিষয়বস্তু কপি করতে পারবেন না

রিপন গুণে’র কবিতা বোধন

আপডেট সময় : ১১:২৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রিপন গুণে’র কবিতা
বোধন
ষষ্ঠীর এই পুণ্য তিথিতে হবে আজ, দেবী দুর্গার বোধন
হবে দেবীর প্রাণ প্রতিষ্ঠা…….!
ধারণ করবেন মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপ-
তাইতো বেল তলাতে জমেছে, পূজার হরেক আয়োজন।
শিউলির মৌ মৌ গন্ধে সুবাসিত চারিদিক
আকাশ মেঘের কোলাকুলিতে, প্রকৃতি করছে ঝিলমিল,
খোলা মাঠে কাশ ফুল হাওয়ার তালে দোলে,
নত শিরে স্বাগত জানাচ্ছে-
এসো দুর্গতিনাশিনী মা উমা, এই ধরণী তরে।
মর্ত্যে তোমার আগমনে আজ
বেজে উঠেছে কাঁসর, ঘণ্টা, ঢাকের কাঠিতে বোল,
ঘৃতের প্রদীপ শিখা দীপ্ত হয়ে উঠেছে জ্বলে-
শঙ্খধ্বনি করে সব ভক্তবৃন্দ মিলে।
রঙিন আলো চারপাশে মাতিয়ে দিলো মন
শুরু হলো মায়ের পূজোর সেই শুভক্ষণ।
মা এসেছেন আজ সবার ঘরে
ধনী-গরীবের ভেদাভেদ ভুলে-
থাকো তুমি সবার অন্তর জুড়ে,
তোমার মঙ্গল-আলোয় আলোকিত হোক চারিদিক।


সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন