সিদ্ধিরগঞ্জে গ্যাসে বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু
- আপডেট সময় : ০৫:৫৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
- / ৮২
প্রতিদিনের নিউজ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোদনাইলের সৈয়দপাড়া এলাকার শারমিন স্টিল মিলস লিমিটেড কারখানায় গ্যাসের বিস্ফোরণে দগ্ধ মো.জাকারিয়ার (২০) নামে আরও একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।
বুধবার ভোরে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত জাকারিয়ার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
বুধবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা। এর আগে মারা যান একই কারখানার শ্রমিক মোজাম্মেল হক (৩০), শরীফুল ইসলাম (২৬) ও সাইফুল ইসলাম (৩০)।
বিস্ফোরণের ঘটনায় ইকবাল হোসেন (২৫) নামে আরো একজন শ্রমিক এখনো চিকিসাধীন রয়েছেন। তবে তার অবস্থায়ও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা।
উল্লেখ্য, গত শনিবার (১৪ অক্টোবর) ভোরে গোদনাইলের সৈয়দপাড়া এলাকায় শারমিন স্টিল লিমিটেড কারখানায় গ্যাসের বিস্ফোরণে ঘটনায় পাঁচ শ্রমিক দগ্ধ হন। দগ্ধদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দগ্ধদের মধ্যে মোজাম্মেল হকের শরীরের ১০০ শতাংশ, সাইফুল ইসলামের ৬০ শতাংশ, শরিফুল ইসলামের ৫৭ শতাংশ, মো. জাকারিয়ার ৩৫ শতাংশ ও ইকবাল হোসেনের শরীরের ৩০ শতাংশ পুড়ে যায়। এদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে।