লালমনিরহাটে ট্রাক শ্রমিক ইউনিয়নে নানা অনিয়ম, তদন্তে আঞ্চলিক শ্রম দপ্তর
- আপডেট সময় : ১১:৩৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
- / ৭৪
প্রতিদিনের নিউজঃ
লালমনিরহাট জেলা ট্রাক, ট্র্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আর্থিক ও সাংগঠনিক নানা অনিয়মের বিষয়ে আঞ্চলিক শ্রম দপ্তর রংপুর বরাবর একাধিক অভিযোগ দায়ের করেছেন সাধারণ শ্রমিকসহ মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি।
এরই প্রেক্ষিতে সোমবার (২৪ অক্টোবর) সরেজমিন তদন্তে নামেন রংপুর আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক সাদেকুজ্জামান।
গত (১৮ অক্টোবর) মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি বাবু পুনিল চন্দ্র রায় ও কোরবান আলী পৃথক ১৯ অক্টোবর অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যয়, প্রকৃত শ্রমিকদের চিহ্নিত করে সদস্য তালিকা হালনাগাদ করণ, জরুরিভাবে নির্বাচনী সাধারণ সভার ব্যবস্থা, আর্থিক অনিয়ম ও মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানান কোরবান আলীসহ সংগঠনটির সাধারণ সদস্যরা।
অপরদিকে, সাংগঠনিক নীতিমালা বহির্ভূতভাবে সভাপতির অনুমতি ব্যতীত শ্রমিক সদস্যদের পরিচয় পত্র ইস্যু করেছেন মর্মে সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেন লালমনিরহাট ট্রাক ট্যাংকললরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবু পুনিল চন্দ্র রায়।
যার প্রেক্ষিতে সরেজমিন তদন্তে এসে রেকর্ড পত্র যাচাই বাছাই করেন, রংপুর আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাদিকুজ্জামান ও শ্রম কর্মকর্তা কেএম শহীদ।
এ বিষয়ে শ্রমিক নেতা কোরবান আলী বলেন, তদন্তকারী কর্মকর্তাগন আগামি ১ মাসের মধ্যে সাধারণ সভা ডেকে নির্বাচনের ব্যাবস্থা করাসহ শ্রমিকদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
আর তদন্ত কর্মকর্তা রংপুর আঞ্চলিক শ্রম দপ্তরের উপ পরিচালক মোহাম্মদ সাদেকুজ্জামান বলেন, সরেজমিন তদন্তে এসেছি। রেকর্ডপত্র যাচাই বাছাই করা হচ্ছে। যাচাই বাছাই শেষে উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবেন।